Nihal Publication

Home / Portfolio / Nihal Publication

নিহাল পাবলিকেশন একটি সৃজনশীল প্রকাশনা সংস্থা। আলোকিত মানুষ সমাজ গড়ার লক্ষ্যে এ প্রকাশনী ১৯৮৫ সালে নাজু প্রকাশনী নামে যাত্রা শুরু করে। ‘নির্জন বারান্দায়’ কাব্যগ্রন্থটি এ প্রকাশনী থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ। নিহাল পাবলিকেশনের স্বত্ত্বাধিকারী অধ্যাপক ওমর ফারুকের জীবনের প্রথম প্রকাশিত গ্রন্থ এটি। অবশ্য তিনি তখন মাত্র বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন শেষ করে সংবাদপত্র জগতে কাজ করছিলেন। এ প্রকাশনী থেকে প্রকাশিত দ্বিতীয় গ্রন্থটিও হল একটা কাব্যগ্রন্থ। ‘বেড়ে ওঠে বৃক্ষ তবু’ নামে এ কাব্যগ্রন্থের রচয়িতা অনিন্দিতা আবদুল্লাহ। কবি অনিন্দিতা আবদুল্লাহ বর্তমানে একজন খ্যাতিমান দন্ত বিশেষজ্ঞ।